Kolkata

অ্যাপ ক্যাব ধর্মঘট, মঙ্গলবার হলুদ ট্যাক্সির একাংশও ধর্মঘটে

Published by
News Desk

সোমবার ভোগান্তি হয়েছে। মঙ্গলবার তা চরম ভোগান্তির রূপ নিতে চলেছে। যার শিকার হতে চলেছেন কলকাতাবাসী। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই অ্যাপ ক্যাবের ধর্মঘটের জেরে বহু মানুষ সমস্যায় পড়েন। ভাড়া বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ ক্যাব মালিকরা। সোম ও মঙ্গলবার শহরে তাই চলবে না অ্যাপ ক্যাব। ওলা, উবার না থাকায় এদিন অনেকেই সমস্যায় পড়েন।

কয়েকজন ক্যাব চালক নিজেদের মত করে গাড়ি বার করলেও তাতে ফল হয়েছে খারাপই। বিভিন্ন জায়গায় ধর্মঘটী অ্যাপ ক্যাব চালক ও মালিকদের হাতে আক্রান্ত হতে হয়েছে তাঁদের। গাড়ি ভাঙচুর হয়েছে। রাস্তার ওপর চরম হেনস্তার শিকার হতে হয়েছে তাঁদের। সেইসঙ্গে হেনস্তার মুখে পড়তে হয়েছে গাড়ির সওয়ারিকেও। অনেক ক্ষেত্রে তাঁদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

অ্যাপ ক্যাব মালিকদের এই ধর্মঘট মঙ্গলবারও বজায় থাকছে। ফলে মঙ্গলবারও সমস্যা হবে। সোমবার অ্যাপ ক্যাব না থাকলেও রাস্তায় ট্যাক্সি ছিল। ট্যাক্সি থাকায় তবু কিছুটা অবস্থা সামাল দিতে পেরেছেন মানুষজন। কিন্তু মঙ্গলবার এআইটিইউসি-র ট্যাক্সি সংগঠন ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে ওই সংগঠনের আওতায় থাকা ট্যাক্সি মালিক ও চালকরা মঙ্গলবার গাড়ি বার করবেন না। ধর্মঘট পালন করবেন। একে রাস্তায় অ্যাপ ক্যাব নেই। তারওপর ট্যাক্সিও অপ্রতুল হলে শহরের বহু মানুষ সমস্যায় পড়বেন বলেই মনে করা হচ্ছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts