Kolkata

প্রাথমিক শিক্ষকদের মিছিলে জল কামান, ধুন্ধুমার

Published by
News Desk

বেতন বৈষম্য দূর করতে হবে। কেন্দ্রীয় হারে বেতনের পুনর্বিন্যাস করতে হবে। এই দাবি নিয়ে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বার করে প্রাথমিক শিক্ষকদের একাধিক সংগঠন। মিছিল এগোয় ধর্মতলার দিকে। ধর্মতলায় পৌঁছে রানি রাসমণি রোড ধরে এগোনোর চেষ্টা করলে মিছিলের পথ আটকায় পুলিশ। ব্যারিকেড তৈরি করে মিছিল রোখা হয়। মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

ব্যারিকেডের কাছে পৌঁছে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে মিছিল। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ এমন চলার পর জল কামান ছুঁড়তে শুরু করে পুলিশ। প্রবল জলের তোড়ে তখন দিশেহারা বিক্ষোভকারীরা। অনেকেই জলের তোড় থেকে রক্ষা পেতে এদিক ওদিক সরে যান। অনেকে সেখানে দাঁড়িয়ে থাকলেও বিক্ষোভের জমাট ভাবটা উধাও হয়ে যায়।

পুলিশের জল কামান দাগার পর বিক্ষোভকারীরা পিছু হটেন। কিন্তু এই মিছিলকে ঘিরে ব্যস্ত দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় ধর্মতলায়। অবশেষে জল কামান দাগার পর অবস্থা ক্রমশ শান্ত হয়। স্বাভাবিক হয়। রাস্তায় যান চলাচল শুরু হয়। কিন্তু এই বিক্ষোভ অভিযানের জেরে ধর্মতলায় যান চলাচল ওই সময়ের জন্য বিঘ্নিত হয়। ফলে তৈরি হয় যানজট। যা কাটতে সময় নিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts