Kolkata

সাড়ে ৩ মাসের মেয়েকে মেঝেতে আছাড় মেরে মেরে হত্যা করল বাবা

Published by
News Desk

বয়স এখন মাত্র সাড়ে ৩ মাস। সদ্যোজাতই বলা যায়। কিন্তু কন্যা কেন? শিশুটির জন্মের পর থেকেই তা নিয়ে ফুঁসছিল তার বাবা রাজু শেখ। বছর ২৫-এর রাজু শেখ এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে সারাক্ষণ ঝগড়া করত। কন্যা সন্তান জন্মানোর পর থেকেই সে ওই শিশুকে সহ্য করতে পারছিল না। রাজুর স্ত্রী আফসারি বেগম কার্যত বুকে আঁকড়ে ওই শিশুকে নিজের কাছে রেখেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার রাজু ওই শিশুটিকে হাতের কাছে পেয়ে মেঝেতে আছাড় মারতে শুরু করে। তারপর তার হাত মুচড়ে ভেঙে দেয়। মুখ থেঁতো করে দেয়। সাড়ে ৩ মাসের একটি শিশু এরপর আর বাঁচেনি। ওখানেই মৃত্যু হয় তার।

ঘটনাটি ঘটেছে কলকাতার সাউথ পোর্ট থানার অন্তর্গত কোল বার্থ রোডে। শিশুটির মায়ের অভিযোগক্রমে অভিযুক্ত রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্বামীর হাতে এমনভাবে মেয়েকে খুন হতে দেখে আর নিজেকে ঠিক রাখতে পারেননি আফসারি বেগম। তিনিই পুলিশের কাছে নিজে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

শিশুটিকে যখন আছাড় মারা হচ্ছিল তখন আফসারি বেগম বারবার চেষ্টা করেন স্বামীকে আটকানোর। কিন্তু রাজু কোনও কথাই শোনেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই রাজুর বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট বানাবে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এত ছোট শিশুকে এমন নির্মমভাবে যে হত্যা করা যায় তা অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts