Categories: Kolkata

ফের শহরে প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

Published by
News Desk

জলের পাইপ লাইন বসানোকে ঘিরে ফের সামনে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মানিকতলার বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডে এদিন ৩১ নং ওয়ার্ডের ক্যানাল সার্কুলার রোডে যান। সাধনবাবুর দাবি, জলের পাইপ লাইন বসানোর বিষয়টি তদারক করতে গেলে তাঁর গাড়ির ওপর চড়াও হয় বেশ কয়েকজন। এঁরা সকলেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুগামী বলে দাবি করেন সাধনবাবু। তাঁর অনুগামীদের মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে এই ঘটনায় তাঁর অনুগামীরা জড়িত নন বলেই সাফ জানিয়েছেন পরেশ পাল। পরেশ ঘনিষ্ঠ বলে পরিচিত ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা গুহর দাবি সাধন পাণ্ডের অনুগামীরা তাঁকে এবং তাঁর অনুগামীদের এদিন মারধর করে। ঘটনার পর এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

Share
Published by
News Desk

Recent Posts