Categories: Kolkata

বৃষ্টির সকালে কেষ্টপুর ব্রিজে দুর্ঘটনা

Published by
News Desk

বৃষ্টির সকালে কেষ্টপুরে বাস দুর্ঘটনায় আহত হলেন ৬ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি বহরমপুর থেকে কলকাতা আসছিল। সকালে তখন প্রবল বৃষ্টি পড়ছে। এই সময় কেষ্টপুর ব্রিজের ওপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। চলে আসে উল্টোমুখী যানচলাচলের লেনে। সেখানে একটি গাড়িকে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে বাসটি। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছেন ৬ জন যাত্রী। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। এদিকে ব্রিজের ওপরে দুর্ঘটনা ঘটায় সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। চাপ এসে পড়ে ব্রিজের তলার রাস্তায়। সকালেই যানজট ভয়ংকর আকার নেয়। বেলা ১০টা নাগাদ ফের ব্রিজ খোলার পর অবস্থা কিছুটা স্বাভাবিক হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts