Kolkata

জোট সমীকরণ তুঙ্গে, কালীঘাটে মমতা-চন্দ্রবাবু বৈঠক

Published by
News Desk

গত শনিবার থেকেই বিরোধী জোটকে এক ছাদের তলায় আনতে তৎপর চন্দ্রবাবু নাইডু। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, মায়াবতীর সঙ্গে ইতিমধ্যেই তিনি আলোচনা সেরেছেন। সোমবার এলেন কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এক্সিট পোলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে গত রবিবারই। যদিও সেই এক্সিট পোলকে গুরুত্ব দিতে নারাজ মমতা থেকে চন্দ্রবাবু সহ বিরোধী নেতারা। কিন্তু ভোটের ফল ২৩ তারিখ প্রকাশ হবে। তারপর দিল্লির মসনদে সরকার গঠন নিয়ে বিরোধী শক্তির ঐক্য ও রূপরেখা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন চন্দ্রবাবু নাইডু।

বিকেলে কলকাতা বিমানবন্দরে নামার পর তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু সোজা হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। যদিও এই বৈঠক যে হতে চলেছে তা সকাল থেকেই সকলের জানা ছিল। ফলে মমতার কালীঘাটের বাড়িতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছিল। শেষ বিকেলে চন্দ্রবাবু নাইডু হাজির হন সেখানে। তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার মমতা ও চন্দ্রবাবুর বৈঠক হয় প্রায় ৪৫ মিনিট। ততক্ষণ অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করেছে তামাম সংবাদমাধ্যম। কিন্তু বৈঠকের পর না চন্দ্রবাবু নাইডু না মমতা বন্দ্যোপাধ্যায়, কেউই মুখ খোলেননি। ফলে বৈঠকে ঠিক কী কী বিষয় আলোচনা হল তা জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান খুব স্বাভাবিক যে এখন ২৩ মে ফল প্রকাশের পর বিরোধীদের পদক্ষেপ কী হবে তা নিয়েই আলোচনা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts