Kolkata

আইএসসি-তে দেশের সেরা কলকাতার ছাত্র, আইসিএসই-তেও রাজ্যের দারুণ ফল

Published by
News Desk

দ্বাদশ শ্রেণির আইএসসি বোর্ডের ফলে দেশের সেরা হল কলকাতা। কলকাতার লা মার্টিনিয়ার-এর ছাত্র দেবাঙ্গ আগরওয়াল যুগ্মভাবে প্রথম হয়েছেন। সায়েন্স নিয়ে দেবাঙ্গ ৪০০ নম্বরের মধ্যে ৪০০ নম্বরই পেয়েছেন। ১০০ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থান দখল করেছেন তিনি। অন্যদিকে বেঙ্গালুরুর ছাত্রী বিভা স্বামীনাথন ১০০ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছেন দেবাঙ্গের সঙ্গে। তবে তিনি কলা বিভাগ থেকে এই নম্বর পেয়েছেন। এবার আইএসসিতে সার্বিক পাশের হার ৯৬.৫২ শতাংশ। গতবারের তুলনায় ভাল।

প্রথম স্থান দখলের পাশাপাশি রাজ্যের আরও ৪ ছাত্রছাত্রী দ্বিতীয় স্থান দখল করেছেন। দেশের ১৬ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪ জনই এই রাজ্যের। প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। ডব্লিউডব্লিউএ কাশীপুর ইংলিশ স্কুলের নির্ঝর দাস দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিলিয়াম কনভেন্টের দিমিত্রি মল্লিক, আমতলা কারমেল স্কুলের দেবদূত মণ্ডল এবং লেডি কুইন মিশনের খুশি দাগা। এছাড়া তৃতীয় স্থানে রয়েছেন দেশের ৩৬ জন ছাত্রছাত্রী। যাঁদের মধ্যে ১৫ জনই এ রাজ্যের। অবশ্যই এবারের আইএসসি পরীক্ষার ফলাফলের নিরিখে রীতিমত ঝলমল করছে রাজ্যের ফল।

মঙ্গলবার দশম শ্রেণির আইসিএসই বোর্ডের ফলও প্রকাশিত হয়েছে। তাতে প্রথম স্থানে জায়গা না করতে পারলেও দ্বিতীয় স্থানে রয়েছে ৯৯.৪ শতাংশ নিয়ে রাজ্যের ৩ ছাত্রছাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে গার্ডেন হাইস্কুলের অন্বেষা চট্টোপাধ্যায়, ফ্রাঙ্ক অ্যান্থনি স্কুলের অভি সরাফ ও কাঁকুড়গাছি পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের ছাত্র রাজ ঘোষ। তৃতীয় স্থানে রয়েছে রাজ্যের ৭ ছাত্রছাত্রী। এবার আইসিএসই-তে পাশের হার ৯৬.৫৪ শতাংশ। গতবারের চেয়ে বেশি। ৯৯.৬০ শতাংশ নিয়ে আইসিএসই-তে যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছে জুহি রূপেশ কাজারিয়া ও মনহার বনসল।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts