Categories: Kolkata

স্টেটসম্যান হাউসে আগুন

Published by
News Desk

শনিবার রাতে আগুন লাগল কলকাতার চৌরঙ্গি এলাকার সুপ্রাচীন বহুতল স্টেটসম্যান হাউসে। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের অনুমান স্টেটসম্যান হাউসের সিস্টেম রুম থেকেই আগুন ছড়ায়। এখানেই রয়েছে ইংরাজি দৈনিক সংবাদপত্র দ্যা স্টেটসম্যানের অফিস।

আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বার করে আনেন। কোনও হতাহতের খবর নেই। তবে বাড়িটির কিছু অংশের ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগুন আয়ত্তে আসার পরও সম্পূর্ণ নিশ্চিত হতে দীর্ঘক্ষণ পুরনো এই বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখেন দমকলকর্মীরা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts