Kolkata

পুর অধিবেশনে ধুন্ধুমার

Published by
News Desk

পুরসভায় শনিবার বাজেট অধিবেশনে মেয়রকে বাজেট পেশ করতেই দিল না বিরোধীরা। নারদ কাণ্ডে মেয়রের ইস্তফার দাবিতে আচমকাই ওয়েলে নেমে আসেন বাম, কংগ্রেস, বিজেপি কাউন্সিলররা। মেয়রের ইস্তফার দাবিতে সোচ্চার হন তাঁরা। চুপ করে যান মেয়র। পাল্টা এগিয়ে আসেন শাসক দলের কাউন্সিলররা। ওয়েলেই শুরু হয় ধস্তাধস্তি। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মহিলা কাউন্সিলররাও। বিরোধীদের দাবি, শাসক দলের কাউন্সিলরদের আঘাতে তাঁদের কয়েকজন আহত হয়েছেন। পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়, মেয়রকে বিরোধীদের হাত থেকে বাঁচাতে তাঁদের ব্যারিকেড করতে হয়। এই ঘটনা বেশ কিছুক্ষণ চলার পর অধিবেশনের মাঝে বক্তব্য পেশ অসমাপ্ত রেখেই বেরিয়ে যান মেয়র।

 

Share
Published by
News Desk

Recent Posts