Categories: Kolkata

পুজোর আগেই রাস্তা সারাতে উদ্যোগী পুরসভা

Published by
News Desk

কলকাতার অনেক রাস্তারই বেহাল দশা। রাজপথ থেকে অলিগলি সর্বত্রই এক অবস্থা। রাজপথে বড় বড় গর্ত যানবাহনের গতি কমিয়ে দিচ্ছে। যানবাহনের ক্ষতি করছে। সড়কের এই বেহাল দশা পুজোর আগেই সারিয়ে তুলতে চায় কলকাতা পুরসভা। সেই লক্ষ্যে শনিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন পুরসভার মেয়র পারিষদ সড়ক রতন দে। এদিন বিভিন্ন বরো আধিকারিককে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি নির্দেশ দেন রতনবাবু। বরো আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন যত দ্রুত সম্ভব তাঁদের এলাকার কোন কোন রাস্তার কি হাল তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে মেয়র পারিষদের কাছে জমা করেন। সেই রিপোর্ট যাবে মেয়রের কাছে। মেয়র পর্যালোচনার পরই শুরু হবে রাস্তা সারাইয়ের কাজ। আর তা যত দ্রুত সম্ভব করতে চায় পুরসভা।

Share
Published by
News Desk

Recent Posts