Categories: Kolkata

শহরবাসীর জন্য সুখবর পুরসভার

Published by
News Desk

ফ্ল্যাটের করের ক্ষেত্রে শহরবাসীর জন্য সুখবর শোনাল কলকাতা পুরসভা। এবার থেকে ফ্ল্যাট মালিককে আর সুপারবিল্ট এরিয়ার ওপর কর দিতে হবে না। দিতে হবে শুধু কার্পেট এরিয়ার ওপর কর। ফ্ল্যাটের মধ্যের যে অংশে মানুষ থাকেন সেটাই হল কার্পেট এরিয়া। আর সিঁড়ি, প্যাসেজ ইত্যাদি নিয়ে হয় সুপার বিল্ট এরিয়া। এতদিন সুপার বিল্টের ওপর কর ধার্য করত পুরসভা। কিন্তু আগামী দিনে তা হবে না বলে এদিন জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে বিলাসবহুল আবাসন অর্থাৎ যেসব অভিজাত আবাসনে সুইমিং পুল, ব্যাংকোয়েট হল, মাল্টিজিম-এর মত সুবিধা থাকে সেখানে আবাসনের ওপর বাড়তি কর আরোপ করা হবে। তবে সেই করের বোঝা সব ফ্ল্যাট মালিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।

Share
Published by
News Desk

Recent Posts