Kolkata

টালা ব্রিজের নয়া মডেল কেমন হবে, ইঙ্গিত মিলল পুরসভায়

Published by
News Desk

বৃহস্পতিবার কলকাতা পুরসভায় আনা হয় একটি ব্রিজের মডেল। টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। তারই একটি খসড়া মডেল এদিন নিয়ে আসা হয় পুরসভায়। স্বভাবতই করিডরে তা দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। সাংবাদিকরা ঘিরে ধরেন মডেলটি। মডেলটি তুলে তা সকলকে দেখানোও হয়। তার ছবিও ওঠে পটাপট। ২টি মূল স্তম্ভের ওপর দাঁড়ানো এই আধুনিক দর্শন ব্রিজটিই চূড়ান্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। সে সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা যাচ্ছে, নতুন ব্রিজটি এমনভাবে তৈরি করা হবে যাতে তা কম করে ১০০ বছরে নষ্ট না হয়। সেটাই বর্তমান নির্দেশিকা। তা মানতে হবে ব্রিজ তৈরির সময়। তাছাড়া ব্রিজ তৈরি হবে অতিভারী গাড়ি, ট্রাক বহনের ক্ষমতা রেখে। আর ১ মাসের অপেক্ষা। তারপরই শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ। ব্রিজ ভেঙে ফেলার পর শুরু হবে নতুন ব্রিজ তৈরির কাজ।

ঠিক পুজোর আগেই বন্ধ করা হয় টালা ব্রিজের ওপর দিয়ে ৩ টনের ওপর গাড়ির চলাচল। ফলে বাস এখন বিভিন্ন ঘুরপথে চলাচল করছে। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। ডানলপ থেকে চিড়িয়া মোড় হয়ে ঘুরে আর জি কর ব্রিজ হয়ে শ্যামবাজার পৌঁছতে কম করে লেগে যাচ্ছে দেড় ঘণ্টা। অসহ্য যানজটে প্রত্যেকদিন পাইকপাড়া থেকে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

Share
Published by
News Desk

Recent Posts