Kolkata

৮২ নম্বর ওয়ার্ডে নির্বাচন ৬ জানুয়ারি

Published by
News Desk

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন প্রণব বিশ্বাস। তারপরই এই ওয়ার্ড পুরপিতা শূন্য হয়ে পড়ে। সেই ৮২ নম্বর ওয়ার্ডে ভোটের ঢাকে কাঠি পড়ল। রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং এদিন ঘোষণা করেন আগামী ৬ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ভোট গ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। ৯ জানুয়ারি হবে ভোটগণনা। ১৩ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত এই কেন্দ্র থেকেই আগে ২ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ফিরহাদ হাকিম। এখন অবশ্য তিনি আর কাউন্সিলর নন। আর সেখানেই সমস্যা। কারণ কলকাতা পুরসভার মেয়র পদে থাকতে গেলে তাঁকে বর্তমান নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে। এদিন তৃণমূলের তরফে কোনও ঘোষণা না হলেও যা শোনা যাচ্ছে তাতে ৮২ নম্বর ওয়ার্ডে ফিরহাদ হাকিমই হচ্ছেন তৃণমূলের প্রার্থী। এই কেন্দ্র থেকে জিতিয়ে এনে তৃণমূল চাইছে ফিরহাদের জন্য মেয়র পদে স্থায়ী হওয়াকে আইনানুগ করতে।

Share
Published by
News Desk

Recent Posts