Kolkata

ফিরহাদের বিরুদ্ধে মেয়র পদে প্রার্থী বিজেপির মীনাদেবী পুরোহিত

Published by
News Desk

তৃণমূলের মেয়র পদপ্রার্থীর নাম ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র যে তিনি হয়েই গেছেন তাও মেনে নিচ্ছেন সকলে। এখন যা হচ্ছে তা নিছকই নিয়মরক্ষা। কলকাতা পুরসভায় তৃণমূলের সেই ক্ষমতাও আছে যে তারা সহজেই ফিরহাদ হাকিমকে মেয়র পদে জিতিয়ে আনতে পারে। তাই ও নিয়ে কেউ ভাবছিলেন না।

সেই হিসাব বিজেপির যে অজানা এমন নয়। কিন্তু তাও তারা ফিরহাদের বিরুদ্ধে মেয়র পদের নির্বাচনে প্রার্থী দিল। মীনাদেবী পুরোহিতকে মেয়র পদপ্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছে তারা। প্রসঙ্গত এই মীনাদেবী পুরোহিতই সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের পদ সামলেছেন। এখন তৃণমূলের মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে সেই নেত্রীই বিজেপির মুখ। তবে রাজনৈতিক মহল মেনে নিচ্ছে, বিজেপির কাছেও ফলাফল পরিস্কার। তবু কিছুটা চাপে রেখে রাজ্যের দ্বিতীয় শক্তি হিসাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এই পদক্ষেপ তাদের।

Share
Published by
News Desk

Recent Posts