Kolkata

মেয়র পদপ্রার্থী ফিরহাদ এবং ডেপুটি মেয়র পদপ্রার্থী অতীন

Published by
News Desk

শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পর কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে আলিপুরে বৃহস্পতিবার বিকেলে একটি বৈঠক করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কাউন্সিলরদেরই মেয়র পদপ্রার্থী ও ডেপুটি মেয়র পদপ্রার্থীর নাম প্রস্তাব করতে বলেন মমতা। সেখানে কাউন্সিলরদের থেকেই মেয়র পদের জন্য ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র পদে অতীন ঘোষের নাম প্রস্তাব করা হয়। যা সর্বসম্মতিক্রমে গৃহীতও হয়। তারপরই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দলের তরফে এই ২ জনকে মেয়র ও ডেপুটি মেয়র পদপ্রার্থী করা হল। দলের কাজ সম্পূর্ণ। এবার কলকাতা পুরসভার নিয়ম মেনে ভোট হবে। সেখানে ভোটের মধ্যে দিয়ে মেয়র ও ডেপুটি মেয়র আনুষ্ঠানিকভাবে স্থির হবে।

এদিনের বৈঠক থেকে নিয়মমতো নাম প্রস্তাব হলেও ভোট হওয়া এবং তার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে মেয়র ও ডেপুটি মেয়র পদে ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের যোগদান নিছকই সময়ের অপেক্ষা। এদিন মুখ্যমন্ত্রী সব কাউন্সিলরদের মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেন, নতুন মেয়র তাঁর সব মেয়র পারিষদ স্থির করবেন। ফলে এখন যাঁরা মেয়র পারিষদ আছেন তাঁরা আর নিয়মমতো পদে নেই। তবে কাজ চালিয়ে যাবেন তাঁরা। পাশাপাশি মমতা আশ্বস্ত করেন সিংহভাগ মেয়র পারিষদ একই থাকবেন। তবে দু একটা পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts