Kolkata

মেয়র ফিরহাদ? ডেপুটি অতীন?

Published by
News Desk

মুখ্যমন্ত্রী নিজেই নির্দেশ দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায় যে কলকাতা পুরসভার মেয়র পদে থাকছেন না তা পরিস্কার হয়ে গিয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও ইস্তফাপত্র তিনি বৃহস্পতিবার সকাল পর্যন্তও পাঠাননি। তাতে যদিও পরবর্তী মেয়র ঠিক করা নিয়ে তৃণমূলের অন্দরে তোড়জোড়ে খামতি পড়েনি। কখনও উঠে এসেছে ফিরহাদ হাকিমের নাম, কখনও উঠে এসেছে অরূপ বিশ্বাসের নাম।

তবে সবটাই ছিল কানাঘুষো। আর সেই কানাঘুষোতে এখনও যা শোনা যাচ্ছে তাতে ফিরহাদ হাকিমই হতে চলেছেন পরবর্তী মেয়র। ডেপুটি মেয়র হচ্ছেন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তবে এটা কানাঘুষো মাত্র। নেহাতই জল্পনা। কোনও ঘোষণা এখনও পর্যন্ত হয়নি।

Share
Published by
News Desk

Recent Posts