Categories: Kolkata

জরুরি অবস্থায় মেট্রোর রিটার্ন পাঞ্চে লাগবেনা ফাইন

Published by
News Desk

একই স্টেশন থেকে ২০ মিনিটের মধ্যে বেরিয়ে এলে স্মার্ট কার্ডে আর ২৫ টাকা কাটবে না মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে সোমবার এমনই জানান হয়েছে। এতদিন স্মার্ট কার্ড পাঞ্চ করে মেট্রো স্টেশনে পৌঁছনোর পর ‌যদি দেখা ‌যেত কোনও কারণে মেট্রো চলাচল বন্ধ, তখন ফের বেরিয়ে আসতে গেলে ২৫ টাকা ফাইন বাবদ গুনতে হত ‌যাত্রীদের।

এ নিয়ে দীর্ঘদিন ধরেই ‌যাত্রীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। কারণ আচমকা মেট্রো বন্ধ হলে তার দায় তাদের ওপর বর্তায় না। কিন্ত ফাইন কাটার সময় সে ‌যুক্তিতে কর্ণপাত করত না মেট্রো রেল কর্তৃপক্ষ। এ নিয়ে তাদের কাছে ‌যাত্রীদের তরফে অভি‌যোগপত্রও জমা পড়ছিল। ‌যাত্রীদের এই ক্ষোভের ‌যথার্থতায় এদিন শীলমোহর দিল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে একই স্টেশনে ২০ মিনিটের মধ্যে রিটার্ন পাঞ্চ হলে ‌যাত্রীদের স্মার্ট কা‌র্ড থেকে আর ২৫ টাকা কাটবে মেট্রো রেল।

Share
Published by
News Desk

Recent Posts