Kolkata

মেট্রো সাব-স্টেশনে আগুন, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট স্টেশনে ঘুটঘুটে অন্ধকার

Published by
News Desk

মঙ্গলবার সন্ধেয় আচমকাই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায় পার্ক স্ট্রিট ও রবীন্দ্র সদন স্টেশন। মেট্রো আধিকারিকরা যাত্রীদের জানান লোডশেডিং হয়েছে। বেশ কিছুক্ষণ অন্ধকারেই অপেক্ষা করেন অনেক যাত্রী। কিন্তু পরে জানানো হয় মেট্রো ছাড়বে না। অগত্যা যাত্রীরা উপরে উঠে আসেন।

মেট্রো সূত্রের খবর, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সাব-স্টেশনে আগুন লেগে যায়। সেই আগুন নেভানোর দ্রুত চেষ্টা শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। আগুনের জেরে রবীন্দ্র সদন ও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে ঢেকে যায় ২টি স্টেশন।

এদিকে রবীন্দ্র সদন থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দমদম থেকে মহাত্মা গান্ধী রোড ও অন্যদিকে নেতাজি ভবন থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করে। অফিস পাড়ার স্টেশনগুলিতেই বিভ্রাট হওয়ায় বেজায় সমস্যায় পড়েন অফিস ফেরত মানুষজন।

Share
Published by
News Desk

Recent Posts