Kolkata

গন্তব্যে পৌঁছতে এক রোমহর্ষক সফর উপভোগ করলেন কলকাতাবাসী

একেই হয়তো বলে রথ দেখা আর কলা বেচা। গন্তব্যেও পৌঁছনো হল আবার মাঝে এক টানটান রোমহর্ষক অভিজ্ঞতার সফরও উপভোগ করা হল কলকাতাবাসীর।

Published by
News Desk

লাইন পড়েছিল মধ্যরাত থেকেই। এ তো শুধু যাত্রা নয়। গন্তব্য ছোঁয়াও নয়। এ হল এক ইতিহাসের সাক্ষী হওয়া। ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেলা। তাই মধ্যরাতকে তুচ্ছ করে ঠায় ঘোর অন্ধকারে এক এক করে মানুষের সংযোজনে লম্বা হতে থাকে লাইন।

সকালে টিকিট কাউন্টার খুলতেই টিকিট কেটে তারপর উঠে পড়া মেট্রোয়। এ মেট্রো সেই মেট্রো যা গঙ্গার তলা দিয়ে এদিন যাত্রী নিয়ে পৌঁছে গেল হাওড়া ময়দানে।

এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হল এদিন থেকে। তাই এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে অনেকেই এদিন প্রয়োজন ছাড়াই মেট্রো সফর করেন। কেবল বিরল অভিজ্ঞতা আর ইতিহাসের অংশ হওয়ার জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে প্রথম কোনও নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা হিসাবে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা আগেই উদ্বোধন হয়েছিল। তবে উদ্বোধন হলেও সাধারণের জন্য খুলে যায়নি দরজা।

শুক্রবার ১৫ মার্চ থেকে গঙ্গার তলা দিয়ে যাত্রী নিয়ে সফর শুরু করল মেট্রো। গঙ্গার তলা দিয়ে মেট্রোয় এই সফর এদিন তারিয়ে উপভোগ করেন যাত্রীরা।

মনে করা হচ্ছে এই রুটে আগামী দিনে ব্যাপক ভিড় হতে চলেছে। তাই এই রুটে ট্রেন বাড়ানোর কথা হয়তো ভেবে দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে।

তবে নিত্যযাত্রী হতে এখনও একটু সময় লাগবে। তার আগে এখন এ সফর শুধু গন্তব্যে পৌঁছনোতেই আবদ্ধ নয়। এ এক টানটান রোমহর্ষক অভিজ্ঞতাও।

Share
Published by
News Desk

Recent Posts