Kolkata

সোমবার থেকে মেট্রোয় বন্ধ থাকবে এই সুবিধা

সোমবার থেকে রাজ্যে চালু হচ্ছে নিয়ন্ত্রিণবিধি। সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যসচিব বেশকিছু নিয়ন্ত্রণবিধি ঘোষণা করেছেন। তালিকায় রয়েছে মেট্রো পরিষেবাও।

Published by
News Desk

সোমবার থেকে রাজ্যে বন্ধ থাকছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। লোকাল ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে সফর করতে পারবে। তাও সন্ধে ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।

কলকাতায় মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও সেখানে ৫০ শতাংশের বেশি যাত্রী প্রবেশ নিষেধ। ফলে নিয়ন্ত্রিত যাত্রী নিয়েই চলবে সফর।

মেট্রোয় একটি রেকে যত যাত্রী পরিষেবার সুযোগ রয়েছে তার থেকে ৫০ শতাংশ কম যাত্রী উঠতে পারবেন মেট্রোয়। ফলে চাপ যে বাড়বে এবং যাত্রী ভোগান্তি যে চূড়ান্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে আরও একটি সুবিধায় আপাতত দাঁড়ি পড়ছে মেট্রোয়।

মেট্রোয় যাত্রী পরিষেবার ক্ষেত্রে সব যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টোকেন টিকিট চালু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘদিন কেবল স্মার্ট কার্ডে মেট্রোয় প্রবেশের সুযোগই ছিল একমাত্র। ফলে সব যাত্রীকে মেট্রোয় ভ্রমণ করতে হলে স্মার্ট কার্ড নিতেই হচ্ছিল।

এমনকি মাঝেমধ্যে যাঁরা সফর করেন তাঁদেরও কার্ড নিতেই হচ্ছিল। সেই সমস্যা মিটিয়ে কিছুদিন হল চালু হয়েছিল টোকেন নিয়ে মেট্রোয় একবার সফর করার সুযোগ। ফলে হাঁফ ছেড়েছিলেন নিয়মিত নন এমন যাত্রীরা।

কিন্তু সোমবার থেকে এই টোকেন পরিষেবা ফের তুলে নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত তারা ফিরে যাচ্ছে সেই স্মার্ট কার্ডে। সোমবার থেকে মেট্রোয় উঠতে গেলে তাই একমাত্র ভরসা সেই স্মার্ট কার্ডই।

Share
Published by
News Desk

Recent Posts