ফাইল : কলকাতা মেট্রো রেল, ছবি - আইএএনএস
কলকাতা মেট্রো করোনাকালে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। লোকাল ট্রেন চালু হতেই যেমন উপচে পড়ে ভিড়, মেট্রোতেও তেমনই হয়েছে।
দ্রুত ও সঠিক সময়ে কোথাও পৌঁছতে মেট্রোর জুড়ি মেলা ভার। বেশি খরচ করে ওলা, উবার বা ট্যাক্সিতেও মেট্রোর মত দ্রুত পৌঁছনো অসম্ভব।
এদিকে করোনার জেরে মেট্রোয় সফর করতে এখন একমাত্র স্মার্ট কার্ড ভরসা। কারণ করোনা পূর্ব সময়ে যে টোকেন যাত্রীরা সফরের জন্য কাউন্টার থেকে কিনতে পারতেন, তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
সে জায়গায় এখন মেট্রোয় সফর করতে গেলে স্মার্ট কার্ড সঙ্গে থাকতেই হবে। ফলে যাঁরা একবারও মেট্রোয় যাত্রা করতে চান তাঁদেরও স্মার্ট কার্ড নিতে হচ্ছে। আর সেখানেই খরচ বাড়াচ্ছে মেট্রো।
এখন প্রথমবার স্মার্ট কার্ড নিতে গেলে ১০০ টাকা দিতে হয় যাত্রীকে। কিন্তু আগামী ১৪ নভেম্বর থেকে এই খরচ বেড়ে হচ্ছে ১২০ টাকা। অন্যদিকে স্মার্ট কার্ডে যে সিকিউরিটি ডিপোজিট থাকে তা ৬০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮০ টাকা।
আগামী রবিবার থেকে এই নয়া রেট চালু হচ্ছে। স্মার্ট কার্ড বা সিকিউরিটি ডিপোজিটের খরচ বাড়লেও মেট্রোয় যাতায়াতের ভাড়া অপরিবর্তিতই থাকছে।
আগামী সোমবার থেকে মেট্রো চলাচলের সময়ও বাড়ছে। সকালে আধ ঘণ্টা আগে চালু হবে মেট্রো। সকাল ৭টা থেকে মেট্রো পাবেন যাত্রীরা। মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে। দিনের ব্যস্ত সময়ে মেট্রো মিলবে ৫ মিনিট অন্তর।