Kolkata

পুজোর মুখে নতুন উপহার পেলেন শহরবাসী

ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

Published by
News Desk

কলকাতা : শহরের বুকে একটি মেট্রো স্টেশনের উদ্বোধন হল রবিবার। ২৫ বছর পর কলকাতা শহরের বুকে কোনও পাতাল রেল স্টেশনের উদ্বোধন হল এদিন।

২৫ বছর আগে উদ্বোধন হয়েছিল মহাত্মা গান্ধী রোড স্টেশনের। তারপর এদিন হল ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন।

অত্যাধুনিক এই স্টেশনের এদিন উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তবে সশরীরে উপস্থিত থেকে নয়। ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। তবে সেখানে দেখা গেলনা রাজ্য প্রশাসনের কাউকে। ছিলেন মেট্রো কর্তারা।

সবুজ পতাকা নেড়ে যেভাবে উদ্বোধন করার সেটাই হয়। তবে তা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ইস্ট ওয়েস্ট মেট্রো এতদিন সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাতায়াত করছিল। সবটাই ছিল মাটির ওপর দিয়ে। স্টেডিয়াম থেকেই লাইন মাটির তলায় প্রবেশ করেছে। তা এতদিন নির্মীয়মাণ পর্যায়ে ছিল।

এদিন মাটিতে ঢোকার পর প্রথম স্টেশন হিসাবে ফুলবাগানের উদ্বোধন হয়ে গেল। সোমবার থেকে ফুলবাগান স্টেশন থেকে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে।

অত্যাধুনিক সাজে সাজানো হয়েছে ফুলবাগান স্টেশনকে। স্টেশনের সর্বত্রই আধুনিকতার ছাপ। যাত্রী স্বাচ্ছন্দ্যেও জোর দেওয়া হয়েছে স্টেশনে।

করোনা আবহে যাবতীয় নিয়ম মেনেই যাত্রীদের এই স্টেশন দিয়ে যাতায়াত করতে হবে। পীযূষ গোয়েল এদিন স্টেশনের উদ্বোধনের পর বলেন, ২০২১ সালের শেষের মধ্যেই হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। সব ঠিকঠাক থাকলে তার মধ্যেই কাজ শেষ হবে। যার একটা অংশ হচ্ছে গঙ্গার তলা দিয়ে। গঙ্গার তলা দিয়ে যাবে মেট্রো।

ফুলবাগান স্টেশনের উদ্বোধনের ফলে পূর্ব কলকাতার সঙ্গে সল্টলেকের যোগাযোগ আরও সুগম হল। এর ফলে বহু মানুষ যাঁরা সল্টলেকে যেতে চান বা সেক্টর ফাইভে অফিসে যান তাঁদের প্রভূত সুবিধা হবে। এমনকি শিয়ালদহ থেকে অটোয় এসে যে কেউ ফুলবাগান থেকে মেট্রো ধরে সল্টলেকে পৌঁছে যেতে পারবেন।

ফুলবাগান থেকে বেলেঘাটার দিকে বা রাজাবাজার, কাঁকুড়গাছি, বাগমারি থেকেও মানুষ সহজে সল্টলেক পৌঁছে যেতে পারবেন এই স্টেশনে মেট্রো ধরে।

Share
Published by
News Desk

Recent Posts