Kolkata

ইস্ট ওয়েস্টের কামরায় যুবকের মনে রাখার মত প্রেম নিবেদন

Published by
News Desk

সল্টলেকের সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পথ চলা শুরু করেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। ভ্যালেন্টাইনস ডে থেকেই সাধারণের জন্য পথ চলা শুরু করল এই বহু প্রতীক্ষিত মেট্রোপথ। গত বৃহস্পতিবার এই মেট্রোর উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তারপর শুক্রবার থেকে এর কমার্শিয়াল রান শুরু হয়েছে। আর প্রথম দিনের যাত্রায় এক অসামান্য মুহুর্তের সাক্ষী হল মেট্রোর ঝাঁ চকচকে কামরা। মেট্রোর কামরায় হল প্রেম নিবেদন। তাও একদম প্রথা মেনে!

মেট্রোর ঝাঁ চকচকে নতুন কামরায় তখন বিশেষ লোকজন নেই। প্রথমদিন পথ চলা শুরু করেছে এই মেট্রো। প্রায় ফাঁকা কামরায় ভ্যালেন্টাইনস ডে-তে ২ তরুণ তরুণী উপস্থিত। হঠাৎ সকলকে অবাক করে ছুটতে থাকা মেট্রোর মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়েন ওই তরুণ। তরুণীর সামনে হাঁটু গেড়ে বসে একটি গোলাপ তাঁর হাতে তুলে দিয়ে প্রেম নিবেদন করেন তিনি। মেয়েটির মুখে তখন মিষ্টি হাসি। দ্রুত ক্যামেরাবন্দি হয় সেই মুহুর্ত।

মেট্রোয় প্রেম নিবেদনের সেই মুহুর্ত, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @metrorailwaykol

এই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রোর পথ চলার প্রথম দিনে তারই কামরায় এমন এক মুহুর্ত তাদেরও পুলকিত করেছে। সারা জীবন ওই তরুণ বা তরুণীর কাছেও সুখ স্মৃতি হয়ে থেকে যাবে যে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পথচলার দিনেই তাঁরা এমন এক মুহুর্ত ওই ট্রেনের কামরায় ভাগ করে নিয়েছিলেন।

Share
Published by
News Desk

Recent Posts