Kolkata

পাতালে আগুন, মেট্রো কর্তৃপক্ষকে নোটিস ধরাল দমকল

Published by
News Desk

মেট্রো রেলে গত বৃহস্পতিবারের আগুনের জেরে ৪০ জন কম করে আহত হন। তাঁদের মধ্যে ৫ জনকে শ্বাসকষ্ট নিয়ে এবং ১ জনকে হাড় ভেঙে যাওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বহু যাত্রীর মুখে চোখে ছিল আতঙ্কের ছাপ। চোখে ছিল জল। সেই ঘটনায় যাত্রীদের মধ্যে মেট্রোর গাফিলতি নিয়ে ক্ষোভ চরমে উঠলেও মেট্রো কর্তৃপক্ষ বিষয়টিকে সাধারণ একটা আগুন লাগার ঘটনা বলে ব্যাখ্যা করে। যাতে আরও ক্ষোভ চরমে ওঠে। সেই ঘটনার পর দিন শুক্রবার মেট্রো কর্তৃপক্ষকে নোটিস পাঠাল দমকল দফতর।

নোটিসে মেট্রো রেকগুলি সহ মেট্রো স্টেশনে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় যথেষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে। এমন অপ্রতুল অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়েই মেট্রো রেকগুলি চলছে। মেট্রো স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts