Sports

আক্রমহীন কেকেআর, সময়ের অভাবের সাফাই, পিছনে অন্য অঙ্ক?

Published by
News Desk

আগামী বছর পাক বোলিং কিংবদন্তী ওয়াসিম আক্রমকে বোলিং কোচ হিসাবে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের দলের জন্য এটা খুব একটা ভাল খবর নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। সূত্রের খবর, আক্রম নিজে জানিয়েছেন সময়ের অভাবেই তিনি আর কেকেআরের বোলিং কোচ হিসাবে আসতে পারছেন না। সেইসঙ্গে এতদিন ধরে কেকেআরের সঙ্গে থাকার সুখস্মৃতির কথা তুলে ধরেছেন তিনি। তবে শুধুই আক্রমের সময়ের অভাবই এতবড় সিদ্ধান্তের কারণ কিনা তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সীমান্তপারের সন্ত্রাসকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তার ওপর সম্প্রতি কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর খোলাখুলিই বলেছেন, সিনেমা হোক বা খেলা, কোনও ক্ষেত্রেই আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। দলের অধিনায়কের সেই বক্তব্যও আক্রমের এই সিদ্ধান্তের কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

 

Share
Published by
News Desk

Recent Posts