Kolkata

বাংলা সিনেমা দিয়ে শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব

Published by
News Desk

গত ২১ বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা ছিল বিদেশি। এবার প্রথম কোনও বাংলা সিনেমা দিয়ে সূচনা হতে চলেছে এই বিশ্বখ্যাত চলচ্চিত্র উৎসবের। আগামী ১১ নভেম্বর থেকে শুরু হতে চলা ২২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসাবে দেখানো হবে ‘জীবনের জয় গান’। এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, কাজলের মত বলিউড তারকাদের। এছাড়া টলিউডের কলাকুশলীরা তো উপস্থিত থাকবেনই। এবারের উৎসবে ৬৫টি দেশের ১৫৫টি ছবি জায়গা পেয়েছে। যারমধ্যে রয়েছে চিনের ৭টি সিনেমাও। উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ জানান, এবারের চলচ্চিত্র উৎসবের থিম সিনেমা ফর অল। আগামী ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Share
Published by
News Desk

Recent Posts