Categories: National

কোহিনূর চাইনা, জানাল কেন্দ্র

Published by
News Desk

ভারত সরকার ব্রিটেনের কাছ থেকে কোহিনূর ফেরত চায় না। এদিন সুপ্রিম কোর্টে একথা স্পষ্ট করে দিল কেন্দ্র। ব্রিটিশরা কোহিনূর হিরে চুরিও করেনি, জোর করেও নিয়ে যায়নি। তাদের হিরেটি উপহার দেওয়া হয়েছিল। আর তা দিয়েছিলেন শিখ রাজা মহারাজা রণজিৎ সিং। এদিন আদালতের কাছে এমনই জানান সরকারপক্ষের আইনজীবী। তাঁদের যুক্তি, ব্রিটেনের কাছে কোহিনূর ফেরত চাইলে, অন্য দেশও ভারতের কাছে তাদের দেশের জিনিস ফেরত চাইবে। তাতে ভারতের অনেক মিউজিয়াম ফাঁকা হয়ে যাবে। ১০৮ ক্যারেটের এই হিরে ভারতীয় ইতিহাসের একটা অধ্যায়। ১৪ শতাব্দীতে দক্ষিণ ভারত থেকে পাওয়া এই হিরেটির সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে আছে। সম্প্রতি এটি ব্রিটেনের কাছ থেকে দেশে ফেরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই আবেদনের ভিত্তিতেই এদিনের শুনানিতে সরকারপক্ষকে বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

Share
Published by
News Desk