Sports

২০২৮ অলিম্পিকসে ভারতের টার্গেট জানালেন ক্রীড়ামন্ত্রী

অলিম্পিকসের আসরে ভারত যোগ দেয় ঠিকই কিন্তু ২০২৮ অলিম্পিকসের জন্য অন্য ভাবনা রয়েছে। কী ভাবনা তা স্পষ্ট করলেন ক্রীড়ামন্ত্রী।

Published by
News Desk

নয়াদিল্লি : অলিম্পিকস নিয়ে ভারতে উৎসাহ থাকলেও অলিম্পিকস থেকে কোনও কালেই মেডেল জিতে আনায় ভারত কোনও মুন্সিয়ানা দেখাতে পারেনি। ভারতের অনেক বড় বড় ক্রীড়াবিদ অলিম্পিকসের আসর থেকে খালি হাতে ফিরেছেন। এখনও পর্যন্ত ভারত কখনও মেডেল জেতায় ২ অঙ্ক ছুঁতে পারেনি। ভারতের রেকর্ড সংখ্যক মেডেল জয় হয়েছে ২০১২ সালের লন্ডন অলিম্পিকসে। ৬টি মেডেল জেতে ভারত। ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। তবে সেই ছবি আমূল বদলে যাবে বলেই জানালেন ক্রীড়ামন্ত্রী।

ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু জানান, ভারত এতদিন অলিম্পিকসে পদক জয়ে পিছিয়ে থাকলেও এবার সেই ছবি বদলাতে চলেছে। যার পরিস্কার একটা প্রতিফলন ২০২৪ অলিম্পিকসের আসরেই দেখা যাবে। সেখানেই পরিস্কার হয়ে যাবে ভারত ২০২৮ সালে কী করতে চলেছে। রিজিজু কার্যত টার্গেট স্থির করার সুরই বলেন, ২০২৮ সালের অলিম্পিকসে ভারত পদক তালিকায় প্রথম ১০-এ জায়গা করে নেবে। আর এই লক্ষ্যপূরণের জন্য তরুণ ক্রীড়া প্রতিভাদের প্রতিই ভরসা রাখছেন রিজিজু।

ভারত রিও অলিম্পিকসে মাত্র ২টি পদক জিততে সমর্থ হয়েছিল। একটি পিভি সিন্ধু জেতেন। অন্যটি সাক্ষী মালিক। এই ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত শেষ করেছিল পদক তালিকার ৬৭ নম্বরে। সেখানে মাত্র এই কবছরে এমন অমূল পরিবর্তন আদৌ সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান ক্রীড়াবিদেরাই। কিন্তু ট্রেনিং ও প্রতিভার মিশেলে ২০২৮-এ লক্ষ্যপূরণ সম্ভব বলেই আশাবাদী ক্রীড়ামন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Kiren Rijiju

Recent Posts