National

সূর্য থেকে বার হয় ওম শব্দ, রেকর্ড করেছে নাসা, জানালেন উপ-রাজ্যপাল

Published by
News Desk

পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তিনি। প্রাক্তন আইপিএস। দোর্দণ্ডপ্রতাপ মহিলা আইপিএস আধিকারিক হিসাবে তাঁর যথেষ্ট সুনাম ছিল। তাঁর ভয়ে অপরাধীরা সিঁটিয়ে থাকত। বইও লিখেছেন তিনি। এমন যাঁর জীবন সেই কিরণ বেদী কিনা এবার ট্যুইটারে হাসির খোরাকে পরিণত হলেন! সৌজন্যে তাঁর নিজের একটি পোস্ট। কিরণ বেদী ট্যুইট করে জানান, নাসা সূর্যের শব্দ রেকর্ড করছে। আর সেই শব্দ হল ওম।

সূর্য থেকে একটাই নাকি শব্দ নির্গত হয়, ওম। এটুকুই তিনি দাবি করেন। তারপর থেকে তাঁকে নিয়ে চরম হাসাহাসি শুরু হয়েছে ট্যুইটারে। কটাক্ষও চলছে সমানে। ৫ হাজার ৬০০ রিট্যুইট হয়েছে তাঁর পোস্ট। ৪ লক্ষ ৭২ হাজার মানুষ পোস্টটি দেখেছেন। লাইক পড়েছে ১৭ হাজার। ট্যুইট করে খোলাখুলিই চলছে কিরণ বেদীর সমালোচনা।

ফাইল : কিরণ বেদী, ছবি – আইএএনএস

একজন ট্যুইট করে জানিয়েছেন, একটা সময় ছিল যে কিরণ বেদী অনেকের চোখে হিরো ছিলেন। অন্য একজন লিখেছেন, অবাক লাগছে যে কী করে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন! কেউ লিখেছেন, এটা এই শতাব্দীর সেরা জোক। অনেকে তাঁর বুদ্ধিমত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। কেউ আবার তাঁকে সংবিধানের পাঠ দিয়েছেন। মোট কথা একটা পোস্ট কিন্তু কিরণ বেদীর জন্য যথেষ্ট অসম্মানের কারণ হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk