Entertainment

ম্যাডোনা তাঁকে কানেকানে গালি দিয়েছিলেন, সকলকে জানালেন বিখ্যাত গায়িকা

ম্যাডোনা কেবলই গায়িকা বা অভিনেত্রী নন, তিনি একটি রূপকথা। সেই ম্যাডোনা তাঁর কানেকানে ঠিক কি বলেছিলেন সেটাই এবার সকলকে খুলে বললেন বিখ্যাত গায়িকা।

Published by
News Desk

বিশ্বজোড়া সুরের জগতে সেরার সেরা যদি কেউ হন, তার মানে তিনি গ্র্যামি পুরস্কার জয় করেছেন। সেই গ্র্যামির মঞ্চ মানেই সঙ্গীত জগতের মানুষের কাছে একটা স্বপ্নপূরণ।

সেই মঞ্চেই গত ফেব্রুয়ারি মাসে গান গাওয়ার সুযোগ পান কিম পেত্রাস। কিম এবং স্যাম স্মিথ, এই ২ জনকে ম্যাডোনাই সেই মঞ্চে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

গ্র্যামির মঞ্চে বিশ্বজোড়া সঙ্গীত বোদ্ধাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে গিয়ে কিম কার্যত স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছিলেননা। ভয়ে পেয়ে গিয়েছিলেন গান গাইতে উঠে।

তখন ম্যাডোনা যে কিমের কানে কানে কিছু বলেছিলেন তা অনেকের নজরে পড়ে। কিন্তু কি বলেছিলেন তা জানা নেই। তবে তারপরই কিম গান গেয়েছিলেন।

কিম এতদিন পর জানালেন সেদিন ম্যাডোনা তাঁর কানে কানে কি বলেছিলেন। কিম জানিয়েছেন ম্যাডোনা তাঁকে বলেছিলেন যাও, অর্জন করে নাও।

কিম পেত্রাস, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @kimpetras

সঙ্গে একটি গালিও শোনান ম্যাডোনা। ৩০ বছরের কিম জানিয়েছেন, ম্যাডোনার সেই কথাগুলো শোনার পরই তাঁর মনে হয় তিনি যেন সত্যিই পেয়ে গেছেন।

প্রসঙ্গত কিম পেত্রাস এবং স্যাম স্মিথ-এর জুটি পপ সঙ্গীতে বিশ্বে এক অন্যতম সেরা জুটি হিসাবে পরিচিতি পেয়েছে। এই জুটি পাশে পেয়েছে পপ সঙ্গীতের সম্রাজ্ঞী হিসাবে বিশ্বখ্যাত ম্যাডোনাকে।

কিম ও স্যামের সবচেয়ে বিখ্যাত অ্যালবাম আনহোলি। গতবছর তাঁরা বিশ্বজুড়ে ঘুরেছিলেন ফিড দ্যা বিস্ট নামে পারফরমেন্স নিয়ে। যা করতে তাঁদের ম্যাডোনাই উৎসাহিত করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk