Entertainment

সুগন্ধির প্রচারে আবারও সম্পূর্ণ নগ্ন হলেন কিম

Published by
News Desk

ব্যবসা কি করে করতে হয় তা দেখিয়ে দিলেন কিম কার্দাশিয়ান। ব্যবসা দাঁড় করাতে মাথার ঘাম পায়ে ফেলার দিন শেষ! ভাঁড়ে মা লক্ষ্মীকে অচলা রাখতে গেলে সম্পূর্ণ নগ্ন হলেই কেল্লা ফতে! অন্তত কিম কার্দাশিয়ান যে সেই ফর্মুলায় বিশ্বাসী তা তিনি বুঝিয়ে দিলেন নির্দ্বিধায়। কে কি ভাবল তাতে কোনওকালেই কিছু যায় আসে না ৩৭ বছরের এই মার্কিন মডেল অভিনেত্রীর। বিভিন্ন সময়েই অতিসাহসী ছবি তুলে প্রচারের সব আলো শুষে নিয়েছেন এই মার্কিন সুন্দরী। ফের নিজের ইন্সটাগ্রাম পেজে চমকে দেওয়া অবতারে হাজির হলেন কিম। এমনিতে অঙ্গে খুব বেশি জামাকাপড় রেখে কোনওদিনই ছবি তুলতে স্বচ্ছন্দ বোধ করেন না ‘কিপিং আপ উইথ দ্যা কার্দাশিয়ানস’ খ্যাত অভিনেত্রী। এবার নিজের কোম্পানির সুগন্ধি বিক্রি করতে হবে বলে কথা! যে সুগন্ধির বোতলের অবয়ব আবার হুবহু কিমের দৈহিক গঠনের আদলে তৈরি। সেই সুগন্ধির প্রচারে তাই নির্দ্বিধায় নগ্ন হলেন কিম।

‘কেকেডব্লিউ বডি’ নামের সুগন্ধির মাদকতার পারদ চড়াতে শরীরে সুতোটুকু না রেখে সম্প্রতি ফটোশ্যুট করলেন মার্কিন সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় কিমের সেইসব ‘হট অ্যান্ড বোল্ড’ ছবি সকলের মাথা এক্কেবারে ঘুরিয়ে দিয়েছে। স্টিল ছবিগুলির একটিতে দেখা যাচ্ছে, কিম হাত দিয়ে ঢেকে রেখেছেন তাঁর সুডৌল বক্ষযুগল। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, ২ পায়ের রহস্যময়ী বিভঙ্গে কিম আড়াল করেছেন তাঁর নিটোল যোনিপ্রদেশ। এমন চাবুকের মত যাঁর শরীরী গঠন, তাঁর সুগন্ধি বোতলের সুগন্ধিতে না জানি কতই মাদকতা আছে! এটাই এখন প্রবলভাবে ভাবাচ্ছে ক্রেতাদের। এখন দেখার, কিমের সাহসী ‘প্রমোশন’ কতটা তাঁর লক্ষ্মীর ভাঁড়ার উপচে তোলে। কেউ কেউ অবশ্য রসিকতার ছলে কিমের এহেন আলটপকা প্রচারকে ব্যঙ্গবাণে বিঁধেছেন। রাগের চোটে অনেকে কিমের মুখ দেখতে চাইছেন না। কেউ কেউ আবার সুগন্ধিতে যোনিসর্বস্ব গন্ধই পাওয়া যাবে কিনা তাই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @kimkardashian

Share
Published by
News Desk

Recent Posts