World

পরমাণু অস্ত্রের সুইচ তাঁর ডেস্কে থাকে, বছরের শুরুতেই কিমের কড়া হুমকি

Published by
News Desk

আমেরিকা কোনওভাবে তাঁর দেশের কোনও ক্ষতি করতে চাইলে পরমাণু অস্ত্র ভাণ্ডারের সব সুইচ তাঁর ডেস্কে রয়েছে। এটা কোনও হুমকি নয়, এটাই বাস্তব। বছরের শুরুতেই এই ভাষায় ফের বোমা ফাটালেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। যদিও আমেরিকার প্রতি তাঁর গভীর অসন্তোষ প্রকাশের পাশাপাশি এদিন কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ খুলেছেন। জানিয়েছেন তিনি সিওলের সঙ্গে আলোচনায় বসতে রাজি। বিশেষজ্ঞদের মতে, কিমের বক্তব্য থেকে পরিস্কার যে প্রতিবেশি যুযুধান দেশ দক্ষিণ কোরিয়ার প্রতি কিমের যতটা না ঘৃণা, তার চেয়েও অনেক বেশি ঘৃণা রয়েছে আমেরিকার প্রতি।

গত সেপ্টেম্বরে হাইড্রোজেন বোমা পরীক্ষার পাশাপাশি শেষ কয়েক মাসে একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তাও আবার কোনও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই। মার্কিন মুলুককেও দেখিয়ে দিয়েছে তাদের হাতে রয়েছে সোজা মার্কিন মুলুকে হামলা চালানোর মত ক্ষেপণাস্ত্র। এবার ২০১৮-র শুরুর দিনেই ফের ট্রাম্পের দেশকে কড়া হুমকি ছুঁড়ে দিলেন কিম।

Share
Published by
News Desk

Recent Posts