Entertainment

ভীষণ বিরক্ত ছিলেন শাহিদ কাপুরের ওপর, কেন এতদিনে ফাঁস করলেন কিয়ারা

কিয়ারা আডবাণী ও শাহিদ কাপুরের কবীর সিং বক্স অফিসে দারুণ হিট। এই জুটি নিয়ে দীর্ঘদিন চর্চা চলেছে। সেই সিনেমার শ্যুটিংয়ের সময় শাহিদ কাপুরের ওপর ভীষণ বিরক্ত ছিলেন কিয়ারা।

Published by
News Desk

কিয়ারা আডবাণী ও শাহিদ কাপুরের সিনেমা ‘কবীর সিং’ বলিউডকে একটা নতুন জুটি উপহার দিয়েছিল। যা নিয়ে চর্চা দীর্ঘদিন চলেছিল। ২ জনই চুটিয়ে নিজের চরিত্রটা ফুটিয়ে তোলেন ক্যামেরার সামনে।

ক্যামেরারা সামনে প্রেমে হাবুডুবু প্রেমিক প্রেমিকার চরিত্র ফোটাতে খুঁত না থাকলেও আদপে কিন্তু কিয়ারা প্রচণ্ড বিরক্ত ছিলেন শাহিদের ওপর। যার কারণ ছিল কবীর সিংয়ের শ্যুটিংয়ের একটা দিন।

এতদিন বিষয়টি কারও কাছে ফাঁস করেননি কিয়ারা আডবাণী। তবে এবার করলেন। কেন তিনি এতটা বিরক্ত ছিলেন শাহিদের ওপর।

কফি উইথ করণ-এ এসে কিয়ারা বলেন দিনটা ছিল শ্যুটিংয়ের তৃতীয় বা চতুর্থ দিন। তিনি সময়েই সেটে এসে পৌঁছন। তারপর ঠায় বসে থাকতে হয় তাঁকে। কেন জানার চেষ্টা করলে তিনি জানতে পারেন শাহিদ কাপুর কি জুতো পরে পরের দৃশ্যে অভিনয় করবেন সেটাই নাকি স্থির হচ্ছেনা।

শাহিদের ভাল লাগছে না জুতো। সেই জুতো খোঁজার ধাক্কায় ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। আর ঠায় অপেক্ষা করতে হয় কিয়ারাকে। এভাবে সেদিন ৮ ঘণ্টা তিনি স্রেফ বসে কাটিয়ে দেন। কেন না শাহিদ কাপুরের জুতো পাওয়া যাচ্ছেনা।

কিয়ারা জানান ৮ ঘণ্টা টানা অপেক্ষা করার পর তিনি প্রবল বিরক্ত হয়ে যান শাহিদ কাপুরের ওপর। তবে করণ জোহরও কিয়ারাকেই সমর্থন করে জানান, তাঁকেও এভাবে ৮ ঘণ্টা অপেক্ষা করতে হলে তিনিও সমান পরিমাণ বিরক্ত হতেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk