ফাইল : কিয়ারা আডবাণী, ছবি - আইএএনএস
কিয়ারা কি প্রেম করছেন? তাঁর সঙ্গে কি সিদ্ধার্থ মালহোত্রার সত্যিই প্রেমের সম্পর্ক? এমন প্রশ্ন, ফিসফাস টিনসেল টাউনে কান পাতলেই শোনা যায়। সিদ্ধার্থ মালহোত্রা এ নিয়ে এখনও কোনও কথা বলেননি। তবে কিয়ারা আডবাণী মুখ খুললেন।
বলিউডের অন্যতম সফল নায়িকা সাফ জানিয়েছেন তাঁদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের নয়। বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। ফলে এটা আর বোঝায় অসুবিধা রইল না যে বলিউডে নতুন এক জুটি এখন প্রেমে মত্ত।
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। কিয়ারার এই খোলাখুলি প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ার সাক্ষী রইলেন করণ জোহর ও শাহিদ কাপুর।
কবীর সিং-এর জুটি শাহিদ কাপুর ও কিয়ারা এসেছিলেন করণ জোহরের বিখ্যাত শো কফি উইথ করণ-এ। সেখানেই কিয়ারার বিয়ে নিয়ে করণ প্রশ্ন করেন। তখনই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর প্রেমের কথা স্বীকার করে নেন কিয়ারা।
কিয়ারা আডবাণী এও জানান যে তিনিও বিয়ে করতে চান। বিয়ে নামক প্রতিষ্ঠানকে তিনি বিশ্বাস করেন। আশপাশে অনেকগুলি ঝলমলে বিয়েও তিনি দেখলেন। যেখানে ঔজ্জ্বল্যের অভাব ছিলনা। তাঁরও ইচ্ছা তাঁর বিয়েটা এভাবে হোক।
তবে কি দ্রুত বিয়েও করতে চলেছেন কিয়ারা? কবে তিনি বিয়ে করছেন সে সম্বন্ধে এখনই কিছু জানাবেন না বলে জানান কিয়ারা। করণ জোহর ও শাহিদ কাপুর অবশ্য কিয়ারা আডবাণীর বিয়েতে কি করবেন জানিয়ে দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা