Entertainment

প্রথম অভিনয় করতে গিয়ে চাপে শ্রীদেবী কন্যা, কে এসে দাঁড়ান পাশে

যতই তিনি অভিনয় জগতের পরিবারে বড় হয়ে উঠুন না কেন, অভিনয় করার সময় ক্যামেরার মুখোমুখি হতে তাঁর সমস্যা হচ্ছিল। সে সময় তাঁর সব সমস্যা কাটাতে হাজির হন একজন।

Published by
News Desk

তাঁর মায়ের নাম শ্রীদেবী। বাবা বনি কাপুর। কাকা অনিল কাপুর। বলিউডের অন্যতম সেরা সব নাম। এমন এক পরিবারে তাঁর বড় হয়ে ওঠা। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সিনেমা, অভিনয়, তা নিয়ে আলোচনা, সেই আবহে বড় হয়েছেন তিনি। তাই অভিনয়টা তাঁর জন্য খুব কঠিন হওয়ার কথা নয়।

কিন্তু যখন সেই অভিনয় করার সময়টা আসে তখন কিন্তু একটা আতঙ্ক তাঁকে পেয়ে বসেছিল। জীবনের প্রথম সিনেমার শ্যুটিং। শ্যুটিং হচ্ছিল উটি-তে। পাহাড়ি জায়গায় শ্যুটিংয়ে তাঁর সঙ্গে প্রায় সবই নতুন মুখ।

টিন মুভি আর্চিজ-এর শ্যুটিং করতে গিয়ে কিন্তু তার পরেও ঘাবড়ে যান শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী বেশ কয়েকটি সিনেমা ইতিমধ্যেই করে ফেলেছেন। অভিনয়, বিজ্ঞাপন মিলিয়ে তাঁর হাতে কাজ কম নেই।

কিন্তু খুশি এ দুনিয়ায় একেবারে নতুন মুখ। খুশির সেই ভয় কাটাতে তিনি পাশে পান তাঁর দিদিকে। খুশি জানান, শ্যুটিং করতে ভয় করছিল। সেই সময় সটান উটিতে তাঁর কাছে হাজির হন তাঁর দিদি জাহ্নবী।

দিদিই তাঁকে শক্তি দেন যাতে তিনি অভিনয়টা সহজেই করতে পারেন। আর সেটা তিনি পারেনও। জাহ্নবী তাঁকে প্রতিদিন ফোনও করতেন। সব মিলিয়ে দিদিকে পাশে পাওয়ার পর তাঁর আর কোনও সমস্যা হয়নি।

অমিতাভ বচ্চনকে সেই গল্প শোনালেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি। এই সিনেমায় অমিতাভ বচ্চনের নাতিও অভিনয় জগতে পা রেখেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk