World

প্রাক্তন প্রধানমন্ত্রীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন

Published by
News Desk

৩টি আসনে একসঙ্গে লড়াই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর কোনও মনোনয়নেই সবুজ সংকেত দিল না নির্বচন কমিশন। ফলে তিনি ভোটেই দাঁড়াতে পারছেন না। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যিনি একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। আর বাংলাদেশের শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে যদি কেউ কারাবাস ভোগ করছেন তো তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করতে এতটুকুও হাত কাঁপেনি নির্বাচন আধিকারিকের।

শুধু খালেদা জিয়া বলেই নয়, আগামী ৩০ ডিসেম্বরে হতে চলা বাংলাদেশের সাধারণ নির্বাচনে মনোনয়ন দাখিল করা প্রায় ৩ হাজার ৬৫টি মনোনয়ন নানা কারণে বাতিল করা হয়েছে। তবে খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নেওয়া থেকে পিছিয়ে আসছে না। ২০১৪ সালের নির্বাচনে তারা ভোট বয়কট করেছিল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts