World

নিয়ন্ত্রণ হারিয়ে ডিগবাজি খেল যাত্রীবোঝাই বাস, মৃত ৫০

Published by
News Desk

নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসটি ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডরেলে। তারপর যায় উল্টে। গতির কারণে ডিগবাজি খেয়ে অবশেষে যখন উল্টো অবস্থায় থামে ততক্ষণে বাসের মধ্যে রক্তারক্তি পরিস্থিতি। মৃত্যু হয় ৫০ জনের। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনায় বাসটির ছাদ উড়ে গেছে, ছবি – আইএএনএস

বুধবার ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে কিসুমু যাচ্ছিল বাসটি। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারান চালক। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা পরিস্কার নয়। ৩১ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৭ জন শিশু প্রাণ হারিয়েছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk