World

প্রাক্তন ছাত্রকে নগ্ন ছবি পাঠালেন সুন্দরী প্রতিযোগিতার বিজয়িনী

Published by
News Desk

তিনি মডেলও। আবার একজন স্কুল শিক্ষিকাও। তিনি যে অ্যান্ড্রু জ্যাকসন মিডল স্কুলে পড়াতেন সেই স্কুলেই এক সময়ে তাঁর এক ছাত্র ছিল। বর্তমানে সে ১৫ বছরের কিশোর। এরমধ্যে আবার ওই শিক্ষিকা ব়্যামসে বেয়ার্স সুন্দরী প্রতিযোগিতা জিতে নিয়েছেন। মিস কেন্টাকি খেতাব রয়েছে তাঁর ঝুলিতে।

ডাকসাইটে সুন্দরী হিসাবেই তাঁর নামডাক। কিছুদিন আগে ওই কিশোরের মোবাইলে কিছু ছবি পাঠান বেয়ার্স। ওই কিশোরের অভিভাবকদের চোখে পড়ে সেগুলি। তাঁদের সন্তানকে নগ্ন ছবি পাঠাচ্ছেন বেয়ার্স বলে দাবি করে পুলিশের দ্বারস্থ হন অভিভাবকরা।

প্রাক্তন শিক্ষিকার কাছ থেকে নগ্ন ছবি এসেছে এক কিশোরের মোবাইলে। পুলিশ তদন্তে নেমে অপ্রাপ্তবয়স্কদের এসব ছবি পাঠানোর অভিযোগে গ্রেফতার করে বেয়ার্সকে। তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বেয়ার্স ওই ছবি পাঠানোর কথা স্বীকারও করে নিয়েছেন। কিন্তু তিনি কেন এমন সব ছবি ওই কিশোরকে পাঠাতে গেলেন তা এখনও পরিস্কার করে জানা যায়নি।

Share
Published by
News Desk