কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রকৃতি, প্রতীকী ছবি
নীল ঘাসের রাজ্যে রয়েছে প্রচুর চারণভূমি। কার্পেটের মত ঘাসে মোড়া প্রান্তর। ছবির মত সুন্দর সে প্রান্তর চোখ জুড়িয়ে দিতে পারে। বলা হয় এই ব্লু গ্রাস বা নীল ঘাস এমন এক প্রজাতির ঘাস যা মাটিতে খুব ঘন হয়ে থাকে।
এতটাই ঘন হয় যে তা মোলায়েম কার্পেটের মত মনে হয়। তাই অনেক খেলার মাঠ এই ব্লু গ্রাস দিয়ে তৈরি করা হয়। আমেরিকার কেন্টাকি-কে ডাকা হয় ব্লু গ্রাস স্টেট বা নীল ঘাসের রাজ্য বলে।
কেন্টাকি জুড়ে ছড়িয়ে আছে ঘাসের প্রান্তর। সেখানে যে ঘাস জমি দেখতে পাওয়া যায় তার রং মোটেও নীল নয়। বরং সবুজ ঘাসেই মোড়া থাকে চারণভূমি।
তবে এর নাম ব্লু গ্রাস বা নীল ঘাস কারণ এই ঘাসের মাথায় এক ধরনের ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলগুলি নীল রংয়ের হয়। মনে করা হয় সবুজ ঘাসের গালিচায় এই নীল ফুলই বিশেষ প্রকারের ওই ঘাসের নামকে নীল ঘাস করে দিয়েছে।
কেন্টাকি ব্লু গ্রাসের জন্য বিখ্যাত হলেও আদপে এই বিশেষ ঘাসের প্রকার এখানকার নয়। এর আদি বাসস্থান ইউরোপ। এশিয়াতেও এমন ঘাস দেখা যায়।
ইউরোপ থেকেই এই ঘাস কেন্টাকিতে কোনও এক সময়ে আনা হয়েছিল বলে মনে করা হয়। এখন অবশ্য কেন্টাকিকেই গোটা পৃথিবী ব্লু গ্রাসের নামে চেনে।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…