World

ভুট্টার ক্ষেতে মাটি খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন

সোনালি ভুট্টার রং চোখ জুড়িয়ে দেয়। সেই ভুট্টার ক্ষেতের মাটির তলা থেকেই মিলল গুপ্তধন। এ গুপ্তধন এক উত্তাল সময়ের বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

Published by
News Desk

ভুট্টার ক্ষেত থেকে মিলল বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার গুপ্তধন। সে স্বর্ণমুদ্রার আবার নানা মাপ। নানা তার মূল্যমান। যার মধ্যে আবার অতিবিরল বেশ কয়েকটি মুদ্রাও রয়েছে। সব মিলিয়ে প্রাপ্তি প্রায় ৭০০ থেকে ৮০০ স্বর্ণমুদ্রা। যা গুনে দেখার পর এটাও নিশ্চিত যে ৩ ধরনের মুদ্রা সেখানে রয়েছে।

ভুট্টার ক্ষেতে বছরের পর বছর ধরে মাটির তলায় রক্ষিত ছিল সেগুলি। কিন্তু কে বা কারা সেই মুদ্রাগুলি সেখানে রেখেছে তা পরিস্কার নয়। তবে এটা বিশেষজ্ঞদের কাছে পরিস্কার যে স্বর্ণমুদ্রাগুলি আমেরিকার এক উত্তাল সময়ের।

তখন গৃহযুদ্ধে বিপর্যস্ত বিভিন্ন প্রান্ত। এক অস্থির সময়ের মধ্যে কাটছে সাধারণ মানুষের দিন। এটা মনে করা হচ্ছে কারণ স্বর্ণমুদ্রাগুলি তৈরি হয়েছিল ১৫০ বছর আগে।

তখন আমেরিকা জুড়ে গৃহযুদ্ধের অস্থিরতা। সেই সময়ে তৈরি বলেই অনেকে মনে করছেন সেই সময়ই হয়তো কেউ এই বিপুল সংখ্যক মুদ্রা কেন্টাকির এই ভুট্টা ক্ষেতে পুঁতে রেখে যান।

বিশেষজ্ঞেরা মনে করছেন এটা খুব অবাক হওয়ার মত বিষয়ও নয়। সেই অস্থির সময়ে অনেকেই নিজেদের ধনসম্পদ রক্ষা করার জন্য গোপনে মাটির তলায় সেগুলি পুঁতে রাখতেন। যাতে তা কেউই না পান। কোথায় পুঁতে রাখলেন তা নিজের জানা থাকত।

পরে তা সংগ্রহ করে নেওয়া তাই অসুবিধার ছিলনা। এই বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা বিক্রির বন্দোবস্ত করা হয়েছে। এটা পরিস্কার যে এই মুদ্রার বিক্রির অঙ্ক নেহাত কম হবেনা।

Share
Published by
News Desk

Recent Posts