বিশ্বের সবচেয়ে বড় গুহায় পাওয়া গেল ৩৪ কোটি বছর পুরনো দাঁত
সমুদ্রে পাওয়া গেলে একটা কথা ছিল। কিন্তু হাঙরের দাঁত কিনা পাওয়া গেল বিশ্বের সবচেয়ে লম্বা গুহায়। সে হাঙর জলে ভাসত ৩৪ কোটি বছর আগে।

এ হাঙর খুব বড় চেহারার হতনা। তাদের বিশেষত্ব ছিল তাদের দাঁত। একটু বাঁকানো হত তাদের দাঁতগুলো। এমনভাবে তা সাজানো থাকত যে সে সময় জলে ঘোরা অন্য ছোট পোকা বা মাছকে সে খেতে পারে।
এ হাঙরকে বিজ্ঞানীরা ডাকেন মাকাডেনস ওলসোনি নামে। এমন হাঙর আর পৃথিবীতে নেই। তারা জলে ভেসে বেড়াত প্রাগৈতিহাসিক যুগে। ৩৪ কোটি বছর আগে। সে সময় পৃথিবীতে যে প্রাণিদের দেখতে পাওয়া যেত তারা আর নেই। তবে জায়গাগুলো আছে।
তেমনই একটি জায়গা কেন্টাকির ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক। পৃথিবীর সবচেয়ে বড় গুহা। যা ৩৪ কোটি বছর আগে এখনকার মত মাটির ওপর ছিলনা। ছিল জলের তলায়। সেই জলে সে সময় মাকাডেনস ওলসোনি হাঙর ঘুরে বেড়াত। সেই হাঙরের একটি দাঁত পাওয়া গেল এই গুহায়।
ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ বিষয়টি সামনে এনেছে। তারা জানিয়েছে, এ আবিষ্কার তাদের জন্য এক বড় প্রাপ্তি। যা ৩৪ কোটি বছর আগের পৃথিবীর জলভাগের সম্বন্ধে অনেক তথ্য দিতে পারবে। ওই দাঁত পরীক্ষা করে বিশেষজ্ঞেরা প্রাগৈতিহাসিক এমন এক সময়ের সম্বন্ধে জানতে পারবেন যা জানার চেষ্টা বিশ্বজুড়েই চলছে।
এই ম্যামথ কেভ ন্যাশনাল পার্কে শার্ক উইক বা হাঙর সপ্তাহ চলার সময়ই মাকাডেনস ওলসোনি হাঙরের দাঁত পাওয়ার কথা সামনে আনে পার্ক কর্তৃপক্ষ। এতে পর্যটকদের উৎসাহ আরও বৃদ্ধি পায়।