Entertainment

সন্তানের জন্ম দিতে যা করা দরকার সেটাই প্রতি রাতে করেন, অকপট গায়িকা

Published by
News Desk

তিনি রাতে ঘুমোনোর আগে কী করেন? এক কিশোরের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একদম সোজাসাপটা কথা বললেন গায়িকা কেলি ক্লার্কসন। কেলি জানান, তিনি এখন ৩৭ বছরের মহিলা। শিশুকে জন্ম দিতে গেলে যা করতে হয় সেটা তিনি প্রত্যেকদিন স্বামীর সঙ্গে বিছানায় করে থাকেন। তারপর ঘুমোতে যান। আর এটা কোনও খারাপ কাজ নয়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। টিভি শোতে এসে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেলির এমন সরল ও সোজা উত্তরে অনেকেই হতবাক।

চমকের অবশ্য আরও অনেক বাকি ছিল। কেলি এদিন সাফ জানান, তাঁর বন্ধুর সংখ্যা নেহাত কম নয়। সকলই ভাল বন্ধু। তাই একসময় তিনি বন্ধু খুঁজছিলেন না। খুঁজছিলেন প্রেমিক। যাঁর সঙ্গে সারাদিন বিছানায় কাটাতে তাঁর ভাল লাগবে। আর সেটাই তিনি খুঁজে পান স্বামী ব্র্যান্ডন ব্ল্যাকস্টক-এর মধ্যে। স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে কেলি এদিন পুরোটাই ছিলেন খোলামেলা। কোনও কিছুই বলতে রাখঢাক করেননি।

কেলি অবশ্য তাঁর স্বামীর সঙ্গে তাঁর দৈহিক সম্পর্ক নিয়ে আগেও মুখ খুলেছেন। খোলাখুলি জানিয়েছেন। ২০১৭ সালে তিনি জানিয়েছিলেন, অনেক দম্পতির চেয়ে তাঁরা দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেক বেশি অ্যাকটিভ বা সক্রিয়। তাঁদের মধ্যে নিয়মিত মিলন হয় বলেও জানান কেলি। কেলির এমন খোলাখুলি ব্যক্তিগত জীবন নিয়ে কথা তাঁকে মানুষের কাছে একজন গায়িকা হিসাবেই নয়, একজন খোলা মনের মানুষ হিসাবে জনপ্রিয় করে তুলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk