ফাইল : তুষারস্নাত কেদারনাথ মন্দির চত্বর, ছবি - আইএএনএস
উত্তরাখণ্ডে হিমালয়ের সবচেয়ে উঁচু তীর্থস্থান হল কেদারনাথ মন্দির। বছরের ৬ মাস মন্দির ঢাকা থাকে বরফে। ফলে সেখানে পুজোর প্রশ্ন উঠছে না। সে সময় কেদারনাথ মন্দিরের বিগ্রহ থাকেন রুদ্রপ্রয়াগ জেলার উখি মঠের ওমকারেশ্বর মন্দিরে। তারপর গ্রীষ্মকালে ফের যখন বরফ গলে। তখন কেদারনাথ মন্দিরের ফিরে যায় বিগ্রহ। পুণ্যার্থীদের জন্য খুলে যায় মন্দিরের দরজা।
চলতি বছরে কবে খুলবে কেদারনাথের দরজা। সেকথা প্রতি বছরই মহা শিবরাত্রির দিন ঘোষণা করা হয় ওমকারেশ্বর মন্দির থেকে। এবারও তার অন্যথা হলনা। সোমবার মহা শিবরাত্রির পুণ্য লগ্নে ঘোষণা করা হল আগামী ৯ মে সাধারণ মানুষের জন্য কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাবে। ভোর ৫টা ৩৫ মিনিটে খুলবে মন্দিরের প্রধান ফটক। এদিন যখন কেদারনাথ মন্দিরের দরজা এ বছর কবে খুলবে তার ঘোষণা হচ্ছিল তখন চারপাশে ধ্বনিত হচ্ছিল বৈদিক মন্ত্র ও শ্লোক।
বদ্রীনাথ মন্দিরের দরজাও খুলছে। তা খুলছে কেদারনাথ মন্দিরের দরজা খোলার ১ দিন পর। অর্থাৎ ১০ মে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই ৪ তীর্থক্ষেত্রকে একসঙ্গে বলা হয় চারধাম। প্রতি বছরই অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় এই ৪ মন্দিরের দরজা। বরফে ঢেকে যায় এলাকা, মন্দির। ৬ মাস বন্ধ থাকে মন্দির। তারপর এপ্রিল-মে মাসে ফের খোলে মন্দিরের দরজা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…