National

ভাইফোঁটার দিন বন্ধ হচ্ছে কেদারনাথ, যমুনোত্রীর দরজা

Published by
News Desk

প্রতি বছরই শীতের সময়ে বন্ধ হয়ে যায় কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী বা বদ্রিনাথ ধামের দরজা। ওই সময়ে কোনও পুণ্যার্থী সেখানে যেতে পারেননা। প্রবল ঠান্ডায় এবং তুষারপাতে এসব মন্দির ঢাকা পড়ে যায়। এবছর আগামী ৯ নভেম্বর বন্ধ হচ্ছে কেদারনাথ ও যমুনোত্রীর দরজা। ওদিনই ভাইফোঁটা। ভাইফোঁটার দিন দুপুর সওয়া ১২টায় বন্ধ হতে চলেছে যমুনোত্রী মন্দিরের দরজা। তার আগেই অবশ্য সকাল সাড়ে ৮টায় বন্ধ হয়ে যাবে কেদারনাথ মন্দিরের দরজা।

৪ ধাম যাত্রার যমুনোত্রী মন্দির যেমন ৯ নভেম্বর বন্ধ হচ্ছে, তেমন গঙ্গোত্রী বন্ধ হচ্ছে তার একদিন আগে। ৮ নভেম্বর বন্ধ হয়ে যাচ্ছে গঙ্গোত্রী মন্দিরের দরজা। দুপুর সাড়ে ১২টায় বন্ধ হবে দরজা।

অন্যদিকে বদ্রিনাথ ধাম বন্ধ হচ্ছে এর কিছুদিন পর আগামী ২০ নভেম্বর। ঠিক বিকেল ৩টে ২১ মিনিটে বন্ধ হবে বদ্রিনাথ মন্দিরের দরজা। অন্যদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ১ লিঙ্গ কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হচ্ছে ৯ নভেম্বর।

বন্ধ হওয়ার দিন ও সময় নির্ধারণ করেন মন্দিরের পুরোহিত ও জ্যোতিষীরা। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে তবেই নির্ধারণ হয় মন্দিরের দরজা বন্ধ করার সঠিক সময়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk