National

খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা

Published by
News Desk

খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। রবিবার পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। ভোর সওয়া ৬টায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হয়। এবার কেদারনাথে আসা পুণ্যার্থীদের জন্য থাকছে বেশ কিছু নতুন ব্যবস্থা। এবার থেকে শিবের গাথার ওপর লেজার শোয়ের আয়োজন করা হয়েছে। যা পুণ্যার্থীদের কাছে উপরি পাওনা।

গাড়োয়াল হিমালয়ে অবস্থিত কেদারনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উঁচুতে অবস্থিত। সেখানে সাধারণ পুণ্যার্থীদের পৌঁছতে ট্রেকিং করা ছাড়া উপায় নেই। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের এই যাত্রাপথে যাতে পুণ্যার্থীদের কোনও অসুবিধা না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং। পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা ও সুরক্ষার দিকে আরও বেশি করে নজর দিয়েছে সরকার। প্রতি ১ কিলোমিটার অন্তর থাকছেন চিকিৎসক।

Share
Published by
News Desk