SciTech

বিখ্যাত নায়কের নামে এবার নামকরণ হল মানুষ ও গাছের বিশেষ বন্ধুর

বিজ্ঞানীরাও তাঁর পর্দার দাপুটে অভিনয়ে মুগ্ধ। তাঁর দুষ্টের দমনে ভয়ংকর হয়ে ওঠায় মুগ্ধ। তাই মানুষ ও গাছের বিশেষ বন্ধুর নাম হল তাঁর নামে।

Published by
News Desk

বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া থেকে তার জন্ম। এই বিশেষ উপাদানটি বিশেষ উপকারিও। এটি একটি প্রাকৃতিক মাইক্রোবায়াল উপাদান। সহজ করে বললে এটি এমন এক ব্যাকটেরিয়াজাত উপাদান যা মানুষ এবং গাছ ২ জনেরই বন্ধু।

গাছের বড় সমস্যা তাতে নানা ধরনের পোকা ও জীবাণুর আক্রমণ। যা গাছের ক্ষতি করে। ফলন নষ্ট করে দেয়। যা চাষের ক্ষেত্রেও কৃষকদের একটা বড় চিন্তার কারণ হয়।

এজন্য কৃষকরা কীটনাশক ব্যবহার করেন। কিন্তু অনেক কীটনাশক পোকামাকড় মারলেও তা ফলনে প্রভাব ফেলে। যা খেলে তা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়।

কিন্তু এই ব্যাকটেরিয়াজাত উপাদানটি গাছের কীটনাশকের কাজও করে। আবার গাছের তার জন্য কোনও ক্ষতিও হয়না।

একইভাবে মানুষের দেহেও ফাঙ্গি যা অসুখ বয়ে আনে তাকে সমূলে ধ্বংস করতে এই ব্যাকটেরিয়াজাত প্রাকৃতিক মাইক্রোবায়াল উপাদানটির জুড়ি নেই।

যা দুষ্টের দমন করতে এমন সিদ্ধহস্ত সেই উপাদানকে এক হলিউড তারকার সঙ্গে তুলনা করে বিজ্ঞানীরা তার নাম রেখেছেন কিয়ানোমাইসিনস। ‘স্পিড’, ‘দ্যা ম্যাট্রিক্স’ খ্যাত হলিউড তারকা কিয়ানো রিভস-এর নাম থেকে এই ব্যাকটেরিয়াজাত উপাদানটির নামকরণ করা হয়েছে।

কিয়ানোমাইসিনস, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @Spektrum_BIO

কারণ বিজ্ঞানীরা মনে করেন যেভাবে কিয়ানো রিভস সিনেমার পর্দায় দুষ্টের বিরুদ্ধে আপসহীন সংহারী রূপ ধারণ করেন, এই উপাদানটিও মানুষ ও গাছের ক্ষতিকারক উপাদানের বিরুদ্ধে এমনই সংহারী রূপ ধারণ করে। তাই কিয়ানো রিভসের নামের হাত ধরেই বিজ্ঞানীরা এই উপাদানটির নামকরণ করলেন।

Share
Published by
News Desk
Tags: Keanu Reeves

Recent Posts