Feature

কাজিরাঙা বিখ্যাত শুধু একশৃঙ্গ গণ্ডারের জন্য নয়, এর আকর্ষণ বিগ ফাইভ

কাজিরাঙার জঙ্গল বিখ্যাত সেখানকার একশৃঙ্গ গণ্ডারের জন্য। কিন্তু কাজিরাঙা তার বিগ ফাইভ-এর জন্যও বিখ্যাত। যার টানে ছুটে আসেন বহু পর্যটক।

Published by
News Desk

কাজিরাঙার জঙ্গল বললেই মানুষের মনে উঁকি দেয় বিশাল অরণ্য, জলাভূমি, পাহাড়, ঘাস জমি। যে অরণ্য সম্পদ মন ভাল করে দেয়। পৃথিবীর সবচেয়ে বেশি একশৃঙ্গ গণ্ডার এই কাজিরাঙার জঙ্গলেই দেখতে পাওয়া যায়। তাই বিশ্বজুড়ে কাজিরাঙা তার একশৃঙ্গ গণ্ডারের জন্য সকলের পরিচিত এক অরণ্যের নাম।

প্রতিবছরই কাজিরাঙায় বহু দেশি বিদেশি পর্যটক ছুটে আসেন। কাজিরাঙার জঙ্গলে ঘুরে দেখেন তার বন্য প্রাণের বৈভিন্নতা। কাজিরাঙা বললে প্রথমেই মনে আসে একশৃঙ্গ গণ্ডারের নাম। এটা সত্যি। তবে তার সঙ্গে কাজিরাঙা বিখ্যাত তার বিগ ফাইভের জন্যও।

কি এই বিগ ফাইভ? কাজিরাঙার জঙ্গলে বেশ বড় চেহারার সব বন্য প্রাণি দেখতে পাওয়া যায়। বহুরকমের বন্য প্রাণি থেকে পাখি রয়েছে এই জঙ্গলে। যার মধ্যে রয়েছে অনেক রয়্যাল বেঙ্গল টাইগারও। তাদের নিশ্চিন্ত আশ্রয় দিতে এখানে রয়েছে টাইগার রিজার্ভও।

সেই সঙ্গে এ জঙ্গলে হাতির সংখ্যা নজর কাড়ে। প্রচুর হাতি রয়েছে কাজিরাঙার ৯০০ বর্গ কিলোমিটার জোড়া অরণ্যে। আর রয়েছে এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো। প্রচুর বন মহিষ রয়েছে এ জঙ্গলে। যাদের জলের মহিষ বলেও ডাকা হয়। বিশাল চেহারার এই পশুরা কিন্তু কাজিরাঙার এক অন্যতম আকর্ষণও।

এছাড়া ইস্টার্ন সোয়াম্প ডিয়ার প্রজাতির হরিণ কাজিরাঙার জঙ্গল জুড়ে দেখতে পাওয়া যায়। এছাড়াও নানারকমের জন্তু জানোয়ার রয়েছে এই জঙ্গলে।

তবে এই ৫টি বৃহৎ চেহারার জন্তু গণ্ডার, হাতি, বাঘ, মহিষ ও হরিণ, নিয়ে এই জঙ্গল একটি বিশেষ তকমা পেয়েছে। এই জঙ্গলের এই ৫ প্রাণিই হল বিগ ফাইভ। বড় চেহারার জন্যই এই বিগ শব্দটি যুক্ত হয়েছে। যারা কাজিরাঙার মুখ্য আকর্ষণ।

Share
Published by
News Desk

Recent Posts