World

বাসে আগুন, ঝলসে মৃত ৫২ যাত্রী

Published by
News Desk

বাসের ভিতরে আগুন লেগে ঝলসে মৃত্যু হল ৫২ জন যাত্রীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের প্রত্যন্ত অঞ্চল আকতাউ-এর কাছে। বৃহস্পতিবার সকালে উজবেকিস্তানের সীমান্ত অঞ্চল দিয়ে সিমকেন্থের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। চলতে চলতে আচমকাই আগুন ধরে যায় বাসে। বাসের মধ্যে ছিলেন মোট ৫৭ জন যাত্রী। আগুন এত দ্রুত ভয়ংকর চেহারা নেয় যে দরজা পর্যন্ত এসে বাস থেকে নেমে যাওয়ারও সময় পাননি যাত্রীরা। দরজার কাছেও ছিল ভয়ংকর আগুনের লেলিহান শিখা।

৫৭ জন যাত্রীর মধ্যে কেবল ৫ জন কোনওরকমে অগ্নিদগ্ধ বাসের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। যদিও তাঁরাও পোড়ার হাত থেকে রেহাই পাননি। তবে প্রাণে বেঁচে গেছেন। বাকি ৫২ জন যাত্রী বাসের ভিতরেই আটকে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি পোড়া বাস থেকে উদ্ধার করে পুলিশ। বাসে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ৫২ জনের এভাবে পুড়ে মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share
Published by
News Desk