World

দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও গাড়িকে বাঁচাতে ডিগবাজি খেল বাস, ১১ জনের মৃত্যু

Published by
News Desk

যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল বাসটি। বাস চালকের রাস্তায় নজরে পড়ে যে সামনে একটি ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল। চোখের সামনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা যে তাঁর জন্যও ভয়ংকর তা বুঝতে পারেন চালক। কারণ এবার বাসটিও ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও গাড়ির মধ্যে গিয়ে পড়তে চলেছে। ফলে খুব দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে সেই দুর্ঘটনার কবলে পড়া ট্রাক ও গাড়িটিকে কাটানোর চেষ্টা করেন বাসের চালক। আর তখনই বাসের ওপর থেকে নিয়ন্ত্রণ হারান তিনি। দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে বাসের মুখ ঘোরাতে গিয়ে ঘটে যায় আরও বড় বিপত্তি। বাস যায় উল্টে। আর তারপর রাস্তাতেই গতির কারণে ডিগবাজি খায় সেই যাত্রী বোঝাই বাসটি।

ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের আলমাতি শহর ও উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের মধ্যে সংযোগকারী হাইওয়ের ওপর। ভয়ংকর এই দুর্ঘটনার জেরে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুমড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। তাঁদের মৃত অবস্থাতেই বাস থেকে বার করা হয়। ৩২ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। ২৯ জন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গোটা ঘটনার কথা জানায় কাজাখস্তানের আভ্যন্তরীণ মন্ত্রক। মৃতদের মধ্যে ৩ জন উজবেকিস্তানের নাগরিক। বাকিরা কাজাখস্তানের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে ওই ব্যস্ত রাস্তা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts