Entertainment

কনের সাজে ভাইরাল ক্যাটরিনা

Published by
News Desk

কখনও তাঁর নাম জড়িয়েছে ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সলমন খানের সঙ্গে, কখনও রণবীর কাপুরের সঙ্গে। কিন্তু কোনও সম্পর্কই কখনও পাকাপোক্ত রূপ নেয়নি। তাই এখনও ‘কমলি গার্ল’ কোনও স্টেডি অ্যাফেয়ারে জড়িত নন। বরং হাতে অনেকগুলো ছবির কাজ। সেই নিয়েই তাঁর ব্যস্ততা তুঙ্গে। বিয়ে নিয়ে ভাবার মত সময়ই নেই ক্যাটরিনা কাইফের। এমনটাই বিশ্বাস করে আসছিলেন ক্যাটের অনুরাগীরা। তবে সেই বিশ্বাসে সম্প্রতি জোড়াল আঘাত হানল খোদ অভিনেত্রীর একটি ছবি।

ক্যাটরিনা কাইফের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুললেই এখন দেখা মিলছে কনের সাজে সুসজ্জিতা এক সুন্দরী রমণীর। পরনে লাল টুকটুকে কাঞ্জিভরম কল্কা কাটা বেনারসি। কপালে লাল টিপ আর সাদা লাল চন্দনের ফোঁটা ফোঁটা ডিজাইন। মাথায় টিকলি, টায়রা। গলায় হার। কানে ঝোলা দুল। সবই সোনার। বিয়ের দিন হবু কনেরা যেরকম অলঙ্কার পরেন, ঠিক তেমনটাই। মুখে এক অদ্ভুত উদাসীনতা। বধূর সাজে সুসজ্জিতা সেই রমণী আর কেউ নন, স্বয়ং ক্যাটরিনা কাইফ! ক্যাটরিনার এমন লক্ষ্মীমন্ত বধূবেশের অবতার এখন সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’। তবে কি শেষপর্যন্ত গোপনে গাঁটছড়া বাঁধলেন ক্যাট? সেই প্রশ্নে বুধবার দিনভর সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।

সকলের সব প্রশ্নের উত্তর অবশ্য ইন্সটাগ্রামেই দিয়েছেন অভিনেত্রী। আসলে মুম্বইতে ক্যাটরিনা এখন ব্যস্ত আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির শ্যুটিংয়ে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মা, অভয় দেওল প্রমুখ তারকারা। ‘জিরো’-তে নেশাগ্রস্ত এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন ক্যাট। যাঁকে বিয়ের দিন ফেলে রেখে চলে যায় তাঁর স্বামী। সেই চরিত্রের দাবি মেনে কনে সাজতে হয়েছে তাঁকে। ক্যাটের সেই অভিনব লুক এরমধ্যে ভালোই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। ক্যাটরিনার সনাতনি সাজের সাদা-কালো ছবি দেখে নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর অনেক ভক্তই। কেউ কেউ তো বধূর সাজে সজ্জিতা ক্যাটরিনাকে ‘দেবী’-র মত দেখতে লাগছে বলেও মন্তব্য করে বসেছেন!

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Katrina Kaif

Recent Posts